অপারেশনের জন্য মাত্র দু’দিনের রসদ ছিল। তারপরেও তিন দিন লড়াই জারি রেখেছিল যৌথ বাহিনী। ওড়িষা-ছত্তিশগড় সীমান্তে মাও অপারেশনের সাফল্যের খুব কাছাকাছি এসে কোনওভাবেই পিছোতে চায়নি কোবরা (COBRA) সহ যৌথ বাহিনী। তবে এই অপারেশনে শুধুমাত্র এক কোটির মাওবাদী (maoist) নয়, যতজন মাও নিহত হয়েছে তার মাথার দাম ৫ কোটি, দাবী সেনাকর্তাদের।
ওড়িশা ছত্তিশগড় (Chhattisgarh) সীমান্তে এযাবৎকালের সবথেকে বড় মাও-নিধন অপারেশন চালায় ই-৩০ (E-30), সিআরপিএফ (CRPF), কোবরা (COBRA)এবং ওড়িষার এসওজি(SOG)। যৌথ বাহিনীর দাবি কুলহারিঘাট এলাকায় অপারেশন চালানোর সময় ড্রোনে (drone) নজরদারি চালাচ্ছিল মাওবাদীরা। মাওবাদী (Maoist) নিধন হওয়ার সঙ্গে সঙ্গে বহু দেহ সরিয়ে নেওয়া হয়। যদিও কেন্দ্রীয় কমিটির সদস্য জয়রাম রেড্ডি ওরফে চালপতির দেহ সরাতে পারেনি তারা।
কেন্দ্রীয় বাহিনীর দাবি, যে ১৬ মাওবাদী নিহত হয়েছে তার মধ্যে ১১ জনই সরকারি খাতায় কুখ্যাত। তার মধ্যে অন্যতম জয়রাম ওরফে গুড্ডু ও সত্যম গওড়ে। সবমিলিয়ে নিহত মাওবাদীদের মাথার দাম প্রায় পাঁচ কোটি, দাবি কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের।
–
–
–
–
–
–
–
–