বেশ কয়েকদিন ধরেই আলোচনায় যুজবেন্দ্র চ্যাহাল এবং ধনশ্রী ভার্মার সম্পর্ক। নিজের ইনস্টাগ্রাম থেকে ধনশ্রীর সব ছবি মুছে দেন চ্যাহাল। একে অপরকে আনফলো করেন চ্যাহাল-ধনশ্রী দুজনেই। আর এরই মধ্যে ফের এক কৌতুহলি মুহুর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন চ্যাহাল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও কলের ছবি পোস্ট করেন ভারতীয় তারকা বোলার। তবে কার সঙ্গে চ্যাহাল কথা বলছেন সেটি প্রকাশ্যে আনেননি তিনি।
এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন চ্যাহাল। সেটি ভিডিও কলের একটি মুহূর্ত। কিন্তু চ্যাহাল কার সঙ্গে কথা বলছেন, সেটা বোঝা যাচ্ছে না। কারণ চ্যাহালের মুখ দেখা গেলেও, তিনি যাঁর সঙ্গে কথা বলছেন, তাঁর মুখ ঝাপসা করে দিয়েছেন তিনি। আর এই পোস্ট হতেই নিমিষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া থেকে ধনশ্রীর সব ছবি মুছে দিয়েছেন চ্যাহাল। তারপর থেকেই তাঁদের বিচ্ছেদের জল্পনা শুরু হয়। তা এতটাই বড় পর্যায় পৌঁছে যায় যে, সেই নিয়ে মুখ খোলেন চ্যাহাল-ধনশ্রী দুজনেই।
আরও পড়ুন- আজ ঘরের মাঠে লাল-হলুদের সামনে কেরালা ব্লাস্টার্স, জয়ই লক্ষ্য লাল-হলুদের
–
–
–
–
–
–
–
–
–