জাতীয় গেমস শুরু আগে বড় ঘোষণা রাজ্য ক্রীড়া দফতরের। ২৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এবারের জাতীয় গেমস । এবার আসর বসছে উত্তরাখণ্ডে। আর তার আগেই সুখবর বাংলার অ্যাথলিটদের জন্য। এবার জাতীয় গেমসে পদক জিতলেই চাকরি দেবে রাজ্য সরকার। সঙ্গে থাকছে আর্থিক পুরস্কারও। প্রতিযোগিতা শুরুর আগেই বড় ঘোষণা করা হল রাজ্য সরকার। এর আগে সন্তোশ ট্রফি চ্যাম্পিয়নদের সরকারি চাকরি দেওয়া হয় রাজ্যের পক্ষ থেকে।
৩৮তম জাতীয় গেমসের আসর বসতে চলেছে ২৮ জানুয়ারি থেকে। এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে জানান হয়, জাতীয় গেমসে পদক জিতলে চাকরি পাবেন অ্যাথলিটরা। জাতীয় গেমসে সোনাজয়ীরা পাবেন এসআই পদে চাকরি। রুপো জয়ীরা পাবেন এএসআই পদে চাকরি। আর ব্রোঞ্জ পেলে মিলবে কনস্টেবল পদমর্যাদার চাকরি। সেই সঙ্গে থাকছে আর্থিক পুরস্কারও। সোনাজয়ীদের দেওয়া হবে ৩ লক্ষ টাকা। রুপো ও ব্রোঞ্জজয়ী যথাক্রমে পাবেন ২ লক্ষ ও ১ লক্ষ টাকা।
উল্লেখ্য, সন্তোষ ট্রফিজয়ী ফুটবলারদের সরকারি চাকরি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কারও ঘোষণা করা হয় রাজ্য সরকারের তরফ থেকে।
আরও পড়ুন- জয়ে ফিরল ইস্টবেঙ্গল, ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে হারাল ২-১ গোলে
–
–
–
–
–
–
–
–
–