প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এবার দুধের (Milk) দাম কমাল আমূল (Amul)। ৩ ধরনের দুধের প্রতি লিটারে ১ টাকা দাম কমানোর কথা ঘোষণা করেছে সংস্থা। শনিবার থেকেই নতুন দাম কার্যকর হবে।
গুজরাট মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) আমূল গোল্ড, আমুল তাজা ও আমুল টি স্পেশালের প্যাকেটের দাম কমাচ্ছে। প্রতি লিটারে ১ টাকা দাম কমানো হবে।
- আমূল গোল্ডের এক লিটারের দাম ছিল ৬৬ টাকা, হচ্ছে ৬৫ টাকা।
- আমূল টি স্পেশালের দাম ৬২ টাকা থেকে কমে হচ্ছে ৬১ টাকা।
- আমূল তাজা দাম ৫৪ টাকার বদলে হচ্ছে ৫৩ টাকা।
কমবে আধ লিটারের প্যাকেট দুধের দামও। শুক্রবার দাম কমানোর ঘোষণা করেছেন গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের ম্যানেজমেন্ট ডিরেক্টর জয়েন মেহতা।
সংস্থা এই দাম কমালোর সিদ্ধান্তের কারণ না দিলেও, বাজার বিশেষজ্ঞরা দাবি, বাজারের ক্রমাগত প্রতিযোগিতায় টিকে থাকতেই এই সিদ্ধান্ত। আমূলের (Amul) এই সিদ্ধান্তে মধ্যবিত্তের মুখে হাসি।
–
–
–
–
–
–
–