আসানসোলের আপকার গার্ডেনে মন্ত্রী মলয় ঘটকের বাসভবনে বুধবার ভাঙচুর চালায় এক দুষ্কৃতী। মন্ত্রীর বাড়িতে ঢুকে তাঁর অফিসের টেবিলের কাচ ভাঙচুরের ঘটনায় অভিযুক্তকে আটক করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। খবর পেয়ে দ্রুত হাজির হন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর। এই ঘটনায় আঙুল উঠেছে বিজেপির দিকে।
আরও পড়ুন- অভিনয়ের গুণে ‘বিনোদিনী’তে অনায়াস রূপান্তর রুক্মিণীর, স্মার্ট চলনে সিনে উপস্থাপনা রামকমলের
_
_
_
_
_
_
_
_
_
_