বাংলার বাড়ি প্রকল্পে টাকা নিয়ে সাইবার জালিয়াতি রুখতে প্রচারে জোর রাজ্যের

0
1

বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির টাকা পাওয়া উপভোগ তারা যাতে সাইবার জালিয়াতির শিকার না হয় সেজন্য জোরদার প্রচার অভিযান শুরু করেছে রাজ্য সরকার।

এই মুহূর্তে পাঁচ জেলায় চলছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর শেষ মুহূর্তের কাজ। এই সময়টাকেই ‘টার্গেট’ করে সাইবার অপরাধীরা। সেকথা মাথায় রেখে রাজ্যের পঞ্চায়েত দফতর ৫ দফা নির্দেশিকা জারি করেছে। পাশাপাশি উপভোক্তাদের সুরক্ষিত করতে সাইবার অপরাধীদের পাকড়াও করতে সমস্ত ধরনের তৎপরতা চালানো হচ্ছে। সেই কারণে ফোন করে কেউ কোনও ওটিপি চাইলেই হেল্পলাইন নম্বর ১১২-তে ফোন করার আর্জি জানানো হচ্ছে উপভোক্তাদের। জেলায় জেলায় সচেতনতা শিবিরও করা হচ্ছে। পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা সেখানে গিয়ে মানুষকে এ বিষয়ে সতর্ক করছেন। বাড়ি তৈরীর বিষয়ে নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি সাইবার অপরাধ সম্পর্কে তাদের সতর্ক করা হচ্ছে।

জানা গিয়েছে, মূলত আপৎকালীন পরিস্থিতিতে দমকল, অ্যাম্বুলেন্স ও পুলিসি সাহায্যের জন্য এই হেল্পলাইন নম্বরটি ব্যবহৃত হয়। ১১২-তে ফোন করলেই উপভোক্তাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করবে সংশ্লিষ্ট থানার পুলিস। শুরু হবে তদন্ত। তবে তার আগে কেউ যাতে ওটিপি ও আধার নম্বর না দিয়ে ফেলেন, সে ব্যাপারে সচেতন করা হচ্ছে উপভক্তোদের। তাঁদের বলে দেওয়া হচ্ছে, জেলা বা বিডিও অফিস থেকে উপভোক্তাদের ফেন করলেও কেউই কখনও ওটিপি বা আধার নম্বর চাইবে না।