মহারাষ্ট্রের জলগাঁওয়ে ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ১৩!

0
1

আগুন আতঙ্কের গুজবে (fire rumour in Train) মহারাষ্ট্রের (maharashtra)জলগাঁওয়ে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। বুধবার মিথ্যে ফায়ার অ্যালার্মের জেরে ট্রেন থেকে পার্শ্ববর্তী লাইনে ঝাঁপ দিয়ে নামার সময় উলটো দিক থেকে আসা কর্নাটক এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় পুষ্পক এক্সপ্রেসের ১১ যাত্রীর। এরপর বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। জলগাঁওয়ের সিভিল হাসপাতালে বাকিদের চিকিৎসা চলছে, যার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীর দাবি অনুযায়ী এক চা-ওয়ালা ট্রেনে আগুন লাগার গুজব ছড়িয়ে ছিলেন। তিনি নিজেই এমার্জেন্সি চেন টানেন। ট্রেনের গতি কমতেই জীবন বাঁচাতে অনেকেই গাড়ি থেকে লাফ দেন। বাঁদিকের দরজা দিয়ে যাঁরা নেমেছিলেন তাঁদের কারোর মৃত্যু হয়নি কারণ ওইদিকে কোনও রেল ট্র্যাক ছিল না। তবে কত উঁচু থেকে লাফ দেওয়ার ফলে বেশ কয়েকজন গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা যাচ্ছে। মৃতদের পরিবারকে দেড় লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র।