শিশু শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাদের ভাতা বৃদ্ধি রাজ্যের

0
11

রাজ্য সরকার শিশু শিক্ষা(primary education)ও মাধ্যমিক(madhyamik )শিক্ষা কেন্দ্রে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের ভাতা বৃদ্ধি করেছে। আগামী মাস থেকে তাদের মোট ভাতার ৩ শতাংশ বৃদ্ধি করা হবে বলে শিক্ষা দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে।

আগামী মাস থেকে শিশু শিক্ষা কেন্দ্রে কর্মরত সহায়ক, সহায়িকাদের ভাতা বেড়ে ১১ হাজার ৫৯৩টাকা এবং মুখ্য সহায়ক সহায়িকাদের ভাতা বেড়ে ১১ হাজার ৯৮৭ টাকা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সম্প্রসারক, সম্প্রসারীকাদের ভাতা ১৫ হাজার ৭১ টাকা ও মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকাদের ভাতা বেড়ে ১৬ হাজার ২৩১ টাকা হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।