গতকাল ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামে ভারতীয় দল। প্রথম ম্যাচে ইংরেজদের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পায় সূর্যকুমার যাদবের দল। আর এই ম্যাচে খেলতে নেমে নজির গড়লেন হার্দিক পান্ডিয়া। গতকাল ৪ ওভার বল করে ৪২ রান দিয়ে ২ উইকেট নেন হার্দিক। আর দুই উইকেট নিতেই রেকর্ড গড়েন ভারতের তারকা অলরাউন্ডার। এক্ষেত্রে টি-২০তে ভারতীয় বোলারদের মধ্যে উইকেটের সংখ্যায় হার্দিক ছাপিয়ে গেলেন যশপ্রীত বুমরাহকে।
গতকালের ম্যাচের আগে টি-২০ ক্রিকেটে ৮৯ উইকেট ছিল হার্দিকের। বুমরাহরও উইকেট সংখ্যা ছিল ৮৯ । তবে ইডেনে জোড়া উইকেটের ফলে ক্রিকেটের ছোট ফর্মাটে বুমরাহকে টপকে যান হার্দিক। এখনও পর্যন্ত হার্দিকের উইকেটের সংখ্যা বেড়ে হয়েছে ৯১। ১১০ ম্যাচ খেলে এই কীর্তি করেছেন তিনি। শুধু বুমরাহ নয় ভুবনেশ্বর কুমারকেও টপকে যান হার্দিক। ৮৭ ম্যাচে ৯০ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। এখন তাঁর উপরে হার্দিক।
তবে ইডেনে শুধু হার্দিক নয়, রেকর্ড গড়েছেন অর্শদীপ সিংও। ইডেনে ২ উইকেট নিয়েছেন তিনি। ফলে ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছেন তিনি। ছাপিয়ে গিয়েছেন যুজবেন্দ্র চ্যাহলকে। এত দিন ক্রিকেটের ছোট ফর্ম্যাটে ভারতের সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন চ্যাহল। ৮০টি ম্যাচে ৯৬টি উইকেট রয়েছে তাঁর। সেই রেকর্ডই ভেঙে দিলেন অর্শদীপ। টি-টোয়েন্টিতে ৬১টি ম্যাচে তাঁর উইকেটের সংখ্যা এখন ও পর্যন্ত ৯৭।
আরও পড়ুন- রঞ্জিতেও ব্যাট হাতে ব্যর্থ রোহিত-যশস্বীরা, রান এল না পন্থের ব্যাট থেকেও
–
–
–
–
–
–
–
–