বড়সড় আইনি বিপাকে রামগোপাল ভার্মা, জামিন অযোগ্য ধারায় কারাবাস পরিচালকের!

0
3

নতুন বছরের প্রথম মাসেই বড় সমস্যার মুখে পড়লেন বলিউডের বিতর্কিত পরিচালক রামগোপাল ভার্মা (Ram Gopal Varma)। চেক বাউন্স মামলায় জামিন অযোগ্য ধারায় জেল এবং জরিমানার সাজা পেলেন পরিচালক। আগামী তিন মাসের মধ্যে মামলাকারীকে ক্ষতিপূরণ দিতে না পারলে রামগোপালের শাস্তির মেয়াদ আরও তিন মাস বেড়ে যাবে বলেই জানিয়েছেন বিচারক।

টিনসেল টাউনের বিতর্কিত পরিচালকদের মধ্যে প্রথম সারিতেই নাম আসে রামগোপালের। সিনে ক্যারিয়ার প্রায় অস্তাচলে। কিন্তু কখনও নায়িকাদের সঙ্গে অভদ্র আচরণ, কখনও আবার বেফাঁস মন্তব্যের জেরে তিনি সর্বদাই শিরোনামে। চেক বাউন্স মামলার সূত্রপাত যদিও হয়েছিল ২০১৮ সালে। ভার্মা এবং শ্রী নামে এক কোম্পানির আর্থিক বিরোধ থেকেই সংশ্লিষ্ট মামলা শুরু হয়। পরিচালকের দেওয়ার চেক বাউন্স করায় ওই কোম্পানি মামলা করে। কিন্তু একাধিকবার আইনি নোটিস পেলেও শুনানিতে বারবার অনুপস্থিত থেকেছেন রামগোপাল। এবার আন্ধেরির ম্যাজিস্ট্রেট কোর্টের তরফে পরিচালককে জামিন অযোগ্য ধারায় ৩ মাসের কারাবাসের শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি, ক্ষতিপূরণ হিসেবে ওই সংস্থাকে ৩ লক্ষ ৭২ হাজার টাকাও দিতে হবে রামগোপাল ভার্মাকে। এই নিয়ে এখনও পর্যন্ত পরিচালকের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।