রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য

0
1

বৃহস্পতির সকালে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে (Rabindra Sarobar) হঠাৎ করেই কম্বল চাপা দেওয়া অজ্ঞাত পরিচয় যুবককে শুয়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। কাছে যেতেই বোঝা যায় দেহ নিথর। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সাত সকালে সরোবরের স্টেডিয়ামে যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। মৃতের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ এর মধ্যে।

পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকাল ন’টা নাগাদ স্টেডিয়ামের নীচের বারান্দায় একটি কম্বল চাপা দেওয়া অবস্থায় সংজ্ঞাহীন হয়ে পড়ে থাকতে দেখা যায় এই যুবককে। খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় রবীন্দ্র সরোবর থানায় পুলিশ। যুবককে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে (M R Bangur Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর। স্থানীয়রা বলছেন, ওই যুবককে প্রায়ই স্টেডিয়াম চত্বরে ইতস্তত ঘোরাফেরা করতে দেখা যেত। শেষ পাওয়া খবর অনুযায়ী, যুবকের দেহে কোনও আঘাতের চিহ্ন নেই এবং পরিচয়ও জানা যায়নি।রবীন্দ্র সরোবরের গেট বন্ধ থাকা অবস্থায় কীভাবে ওই যুবক ভেতরে ঢুকলেন তা খতিয়ে দেখা হচ্ছে।