সইফ আলি খানের উপর হামলার ঘটনার রেশ এখনও মেলায়নি। এরই মধ্যে ফের আতঙ্ক মুম্বইয়ের(mumbai )টিনসেল টাউনে। এ বার হুমকির বার্তা এল কৌতুকশিল্পী কপিল শর্মার(Kapil Sharma)কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান থেকে ই-মেল মারফত খুনের হুমকি এসেছে। শুধু তিনি নন, অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডিসুজার কাছেও এসেছে হুমকি বার্তা। ইতিমধ্যে পুলিশ এই বিষয়ে তদন্তও শুরু করেছে।
মুম্বইয়ের অম্বোলি থানার পুলিশ এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে । পুলিশের কাছে যে ইমেলের তথ্য এসেছে তাতে বলা হয়েছে, নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষযকে হালকাভাবে নেবেন না। আমরা আপনাদের প্রতিদিনের জীবনযাপনের উপর নজর রাখছি।এই হুমকি বার্তা এড়িয়ে গেলে পরিণতি আরও খারাপ হতে পারে, বলে হুমকি দেওয়া হয়েছে। সইফের ঘটনার পরে এই হুমকি বার্তা আসায় ফের আতঙ্কের আবহ তৈরি হয়েছে।
–
–
–
–
–
–
–
–