“নেতাজি বড় চক্রান্তের শিকার! দুঃখ হয়, আমাদের জন্য এত লড়াই করলেন, কীভাবে তাঁর মৃত্যু হল আজও আমরা জানতে পারলাম না।” বৃহস্পতিবার কালচিনিতে নেতাজির ১২৮তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে কেন্দ্রকে দুষে আক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandyopadhyay)। তাঁর কথায়, “নেতাজিকে যাতে সারা দেশ শ্রদ্ধা জানাতে পারে এবং দেশনায়ক দিবস হিসেবে পালন করতে পারেন সেজন্য কেন্দ্রের উচিত নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করা।”
এই প্রথম ডুয়ার্সে সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করলেন মুখ্যমন্ত্রী। সেখানে নেতাজির আদর্শের কথা তুলে ধরেন রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন সর্বধর্ম। সমন্বয়ের বার্তা দিয়েছিলেন দেশনায়ক সুভাষচন্দ্র। সেই আদর্শকে সামনে রেখে এগিয়ে চলেছে বাংলা।
নেতাজির জীবন রহস্য নিয়েও আক্ষেপ মুখ্যমন্ত্রীর গলায়। তাঁর কথায়, নেতাজির জন্মদিন তো আমরা জানি কিন্তু আজও জানা গেল না তাঁর তিরোধান রহস্য। বলেন, “নেতাজি বড় চক্রান্তের শিকার! দুঃখ হয়, আমাদের জন্য এত লড়াই করলেন, কীভাবে তাঁর মৃত্যু হল আজও আমরা জানতে পারলাম না।”
এরপরে কেন্দ্রের বিরুদ্ধে নেতাজিকে যথাযথ সম্মান না দেওয়ার অভিযোগ তুলবেন মমতা। বলেন, “নেতাজিকে যাতে সারা দেশ শ্রদ্ধা জানাতে পারে এবং দেশনায়ক দিবস হিসেবে পালন করতে পারেন সেজন্য কেন্দ্রের উচিত নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করা। অথচ আজও ওরা তা করেনি, তবে আমরা রাজ্যের তরফে নেতাজির জন্মদিনে সরকারি ছুটির ব্যবস্থা করেছি।”মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের কাছে থাকা এই সংক্রান্ত ৬৪ টি ফাইল প্রকাশ করা হয়েছে। কেন্দ্র কেন গোপন ফাইল প্রকাশ্যে আনছে না? প্রশ্ন মমতার।
–
–
–
–
–
–
–
–
–