রাজ্যের স্কুল শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে বড় আপডেট শিক্ষামন্ত্রীর

0
2

রাজ্যের শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার কবে হবে, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী (Education Minister)। বুধবার রাজারহাটে একটি বেসরকারি স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, মিউচুয়াল ট্রান্সফার নিয়ে আলোচনা চলছে। তবে এক্ষুনি তারিখ বলা সম্ভব নয় বলেন জানিয়েছেন তিনি। পাশাপাশি, মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়েও বিশেষ পদক্ষেপের কথাও এদিন জানান ব্রাত্য।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, চলতি বছরে প্রশ্নফাঁসের মধ্যে ঘটনা রুখতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রতিদিনই জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা চলছে। পরীক্ষা নির্বিঘ্নে শেষ করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে। এদিন অনুষ্ঠান শেষে, সারপ্লাস ট্রান্সফার নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, “এক্ষেত্রে আমরা আগেরগুলোর রিভিউ করবো। সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে আমরা একটা নীতি অবশ্যই আনবো এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই চূড়ান্ত করা হবে।” সম্প্রতি শহরের একটি বেসরকারি স্কুলের জানালা ভেঙে দু’জন ছাত্র জখম হয়েছিল। সেই ঘটনা নিয়ে শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের বেসরকারি স্কুলগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রী আগেই একটি কমিশন গড়ার কথা বলেছেন। ওই ঘটনার পর তিনি নিজেও দফতরের সচিবের সঙ্গে কথা বলেছেন বলেও জানান শিক্ষামন্ত্রী।