বারাকপুর গুলিকাণ্ডে গ্রেফতার ৩, টাকা নিয়ে গন্ডগোলের জেরে খুন কিনা তদন্তে পুলিশ

0
2

বারাকপুরে পুলিশ কমিশনারেটের (Barrackpore Police Commissionerate) অফিসের কাছে পাইপ রোডের গুলি চলার ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার তাঁদের আদালতে পেশ করা হয়। ধৃতরা হলেন শেখ কাউসার (আরিয়ান), কুলদীপ দাস (চুয়া) এবং দীপক বাল্মীকি।

বুধবার দুপুরে অভিযুক্ত তিন ব্যক্তি মোটরবাইকে চেপে বারাকপুরের চিড়িয়ামোড়ের পাইপ রোডে বিদ্যুৎ বণ্টন সংস্থার পরিত্যক্ত একটি অফিসে পৌঁছন। সেখানে ডাকা হয় মহম্মদ ইমদাদ নামে স্থানীয় এক যুবককে। এরপরই শুরু হয় বচসা। টাকা পয়সা নিয়ে গোলমালের জেরেই ২৭ বছরের ইমদাদকে গুলি করা হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান। দুপুরের ওই ঘটনার পর বুধবার রাতেই তিন অভিযুক্তকে গ্রেফতার করে বারাকপুর থানার পুলিশ।