মাঘের পিচে ব্যাটিং ভ্যানিশ শীতের, পশ্চিমী ঝঞ্ঝার স্পেলে ব্যাকফুটে হিমেল হাওয়া!

0
2

জানুয়ারির শেষলগ্নে প্রকৃতির পিচ কিউরেটরের ভূমিকায় ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা। চলতি মরশুমে ২-৩ দিন স্টেপ আউট করে ব্যাট করার সুযোগ পেয়েছিল শীত, কিন্তু যত সময় গড়াচ্ছে ততই জাঁকিয়ে বসছে উষ্ণ অনুভূতি। এর মাঝেই সুসংবাদ দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, চলতি সপ্তাহে এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত পারদপতন হতে পারে।

জেলায় জেলায় তাপমাত্রার পারদ ঊর্ধমুখী। বুধবার দক্ষিণবঙ্গের ৯ জেলায় এবং বৃহস্পতিবার ১২ জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও কুয়াশার দাপটে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে। বিশেষ করে আগামী দুদিন মালদহ দুই দিনাজপুর এবং কোচবিহারের এই সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা জুড়ে হিমেল অনুভূতি এখনই মিলছে না। তবে সপ্তাহের শেষের দিকে পরিস্থিতির সামান্য বদল হতে পারে। বুধবার কলকাতার (Kolkata Temperature) সর্বোচ্চ তাপমাত্রা ২৬ এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের শুষ্ক আকাশ থাকলেও উত্তরের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পূর্ব বাতাসের সঙ্গে জলীয়বাষ্প ঢোকার কারণে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।