লস এঞ্জেলস অলিম্পিকে রাইফেল শুটিংয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখাচ্ছে আসানসোলের অভিনব

0
1

২০২৮ সালে লস এঞ্জেলসে অনুষ্ঠিত হবে অলিম্পিক। আর এই অলিম্পিক গেমসে(olympic games) ভারতের হয়ে রাইফেল শুটিংয়ে( rifle shooting) প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখাচ্ছে আসানসোলের বাসিন্দা ক্লাস টুয়েলভের ছাত্র অভিনব সাউ। ইতিমধ্যেই জাতীয় স্তরে বিভিন্ন পদকের সঙ্গে আন্তর্জাতিক স্তরে ১২টি পদক অর্জন করেছে। ২০১৮ সালে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম প্রতিযোগী হিসাবে পদক অর্জন করে। ২০১৯ সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমসে সাফল্য অর্জন করে। এরপর ২০২২ সালে ভারতীয় জাতীয় দলে(indian national team) সুযোগ পায় অভিনব। ঠিক তার পরে পরেই জুনিয়র ওয়ার্ল্ড কাপে জার্মানিতে সিলভার পদক অর্জন করে। এছাড়াও সাউথ কোরিয়ায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সাফল্যও তার ঝুলিতে।

অভিনবর বাবা রুপেস সাউ পেশায় একজন গৃহ শিক্ষক। তিনি বলেন, ছোট থেকে তারও ইচ্ছে ছিল রাইফেল শুটিং করার। কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হয়নি। কিন্তু তিনি তার স্বপ্ন তার ছেলের মাধ্যমেই পূরণ করতে চান। বর্তমানে অভিনব আসানসোল(asansol) রাইফেল ক্লাবের অনুশীলন করেন। এইখানেই তার রাইফেল শুটিংয়ের হাতে খড়ি হয়। অভিনব সামনের অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বলে স্বপ্ন বেঁধেছেন রাইফেল ক্লাবের প্রতিনিধিরা এবং শিক্ষার্থীরা।