ইটের রাস্তায় মুখ থেঁতলানো দেহ! জয়নগরে মহিলার পরিচয় খুঁজছে পুলিশ

0
1

রাস্তার উপর এক অজ্ঞাত পরিচয় মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগণার জয়নগরে (Jaynagar)। মঙ্গলবার রাতে দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। তিনি স্থানীয় কেউ না হওয়ায় পরিচয় জানা সম্ভব হয়নি। তার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে বকুলতলা থানার পুলিশ (Bakultala police station)।

জয়নগরের বকুলতলা থানা (Bakultala police station) এলাকার রথতলা এলাকায় ফাঁকা ধানক্ষেতের ধারে ইটের রাস্তায় এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এক টোটো চালক (toto driver)। তিনি এলাকার লোকজনকে ডাকেন। খবর দেওয়া হয় স্থানীয় প্রধানকে। প্রধান এসে পুলিশকে খবর দেন। পুলিশ মহিলাকে উদ্ধার করে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মহিলাকে মৃত (women death) বলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণেই মহিলার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। প্রত্যক্ষদর্শীরা জানান মহিলার শরীরে অস্ত্রের কোপ ছিল। বিশেষ করে মহিলার মুখের এক দিক থেঁতলানো অবস্থায় ছিল। বেশ কয়েকটি দাঁত ভেঙে গিয়েছিল। কীভাবে ওই মহিলা ওই এলাকায় পৌঁছালেন খোঁজ চালাচ্ছে পুলিশ।