জেলা সফরে আজ আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মালদহের বৈঠক শেষ করে মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার হাসিমারা বায়ু সেনা ছাউনিতে নামেন মমতা। সেখান থেকে সড়ক পথে বিকাল সাড়ে তিনটে নাগাদ মালঙ্গি বনবাংলোতে তিনি পৌঁছন। মাঝে হাসিমারা গুরুদ্বারা সহ একাধিক জায়গায় মুখ্যমন্ত্রীর (CM) গাড়ি দাঁড়ায়। শিশুদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতেও দেখা গেছে তাঁকে। এরপর আজ বুধবার দুপুরে জেলা শহরের প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সকাল থেকেই নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।
নবান্ন (Nabanna) সূত্রে জানা গেছে, এদিনের বৈঠকের পর মালঙ্গি বন বাংলোতেই ফিরবেন মুখ্যমন্ত্রী। এরপর ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) কালচিনির সুভাষিণী চা বাগানের মাঠে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠানে বিভিন্ন জনকল্যাণমুখী পরিষেবা প্রাপকদের হাতে তুলে দিতে চলেছেন। এই সরকারি অনুষ্ঠান থেকেই আট হাজার চা শ্রমিককে জমির পাট্টা দিতে চলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি কয়েকশো চা শ্রমিক চা সুন্দরী প্রকল্পের ঘরও পেতে চলেছেন। বৃহস্পতিবার আলিপুরদুয়ারেই নেতাজি জন্মজয়ন্তী পালন করবেন মুখ্যমন্ত্রী। সেদিনই কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর।
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































