আগামী মাসে একাধিক দিন বন্ধ মদের দোকান!

0
3

সুরা প্রেমীদের জন্য দুঃখের খবর। রাজধানীতে (Delhi) ফেব্রুয়ারি মাসে ৪ দিন বন্ধ থাকবে মদ বিক্রি। এমনিই নির্দেশ দিয়েছে দিল্লির আবগারি দফতর। জানিয়ে দেওয়া হয়েছে মদের দোকান (Liquor Shop), পানশালা সবটাই বন্ধ থাকবে।

কারণ দিল্লির (Delhi) নির্বাচন। সেই কারণেই এই সিদ্ধান্ত। নির্দেশিকায় জানানো হয়েছে, দিল্লিতে বিধানসভা নির্বাচন এবং গণনার কারণে বন্ধ থাকবে সমস্ত মদের দোকান (Liquor Shop)। আগামী ৩ থেকে ৫ এবং ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বন্ধ থাকবে মদ বিক্রি।