ইন্ডিয়ান টি বোর্ডের ‘ফতোয়ায়’ বাংলার চা উৎপাদন ক্ষতিগ্রস্ত! মুখ্যসচিবকে খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

0
1

কেন্দ্রীয় সরকারের সংস্থা ইন্ডিয়ান টি বোর্ডের ফতোয়ায় বাংলার প্রায় ৭ শতাংশ চা উৎপাদন ক্ষতিগ্রস্ত। বুধবার, আলিপুরদুয়ারের (Alipurduwar) প্রশাসনিক সভা থেকে ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিষয়টি মুখ্যসচিব মনোজ পন্থকে খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এই রাজ্যের উত্তরে দার্জিলিং (Darjeeling) পাহাড় ও ডুয়ার্স এলাকায় যেখানে প্রায় ডিসেম্বরের শেষ পর্যন্ত চা পাতা (Tea Leaf) তোলার সুযোগ থাকে। কিন্তু অন্যান্য রাজ্যের পরিবেশের নিরিখে নভেম্বর মাসেই চা পাতা (Tea Leaf) তোলায় নিষেধাজ্ঞা জারি করে ইন্ডিয়ান টি বোর্ড। এর ফলে অন্যান্য বছরের তুলনায় পশ্চিমবঙ্গে প্রায় ৭ শতাংশ চা উৎপাদন মার খেয়েছে। এই নিয়ে শ্রম দফতর টি বোর্ড-কে চিঠি দিয়েও কোনও কাজ হয়নি। এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এই বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে মুখ্যসচিবকে খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। আইন মাফিক ব্যবস্থা নেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী।

আলিপুরদুয়ার জেলায় মুখ্যমন্ত্রীর সফরের আগে ও সফর চলাকালীন বেশ কয়েকটি বন্ধ চা বাগান খুলে গিয়েছে। এই বিষয়টিও প্রশাসনিক বৈঠকে আলোচনা করেন তিনি। এই বাগান খুলে যাওয়ার ফলে প্রায় ৭ হাজার শ্রমিক কাজ ফিরে পেয়েছেন।