ভরদুপুরে বারাকপুরের চিড়িয়ামোড়ে শুটআউট! জখম যুবক চিকিৎসাধীন

0
1

ফের বারাকপুরে শুটআউট! বুধবার, ভরদুপুরে বারাকপুরের (Barackpur) চিড়িয়ামোড়ে গুলি চলে। এক যুবকের বুকে গুলি লাগে বলে অভিযোগ। জখম যুবককে উদ্ধার করে হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে।

বারাকপুর (Barackpur) পুলিশ কমিশনারেটের থেকে ঢিল ছোড়া দূরত্বে হঠাৎই গুলির শব্দ শোনা যায়। গুলিবিদ্ধ হন এক যুবক। পুলিশ সূত্রে খবর, আক্রান্তের নাম মহম্মদ ইন্দাজ। তিনি চিড়িয়ামোড়ের পাইপ রোড়ের বাসিন্দা। পুরনো শত্রুতার জেরে এই ঘটনা বলে মনে করছে পুলিশ। তাঁকে উদ্ধার করে ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে চার যুবক বাইকে করে এসে দুই রাউন্ড গুলি চালান। একটি গুলি ইন্দাজের বুকে লাগে। তাঁর মা জানান, ছেলে দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তার পরেই তাঁরা এই পান। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগর থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ।