WHO থেকে নাম প্রত্যাহার আমেরিকার: শপথের পরই ট্রাম্পের তোপে চিন

0
4

বিশ্বস্বাস্থ্য সংস্থার উপর সমর্থন তুলে নিল আমেরিকা। রাষ্ট্রপতি হিসাবে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শপথ গ্রহণের পরই বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়। কারণ হিসাবে করোনা পরিস্থিতির কথা তুলে ধরা হয়। সেই সঙ্গে আলাদাভাবে উল্লেখ করা হয়, বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) বিশ্বের বিশেষ রাজনৈতিক পদানুসরণ করছে, যা স্পষ্টত চিনের দিকেই নির্দেশ করে। কার্যত শপথ গ্রহণের পরই চিন-বিরোধিতার সুর স্পষ্ট করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও হু-এর পক্ষ থেকে এরপরই বিজ্ঞপ্তি জারি করে আশা প্রকাশ করা হয় আমেরিকা তাদের সিদ্ধান্ত পুণর্বিবেচনা (reconsider) করবে।

গোটা বিশ্বে করোনা পরিস্থিতিতে সতর্কতা জারি করা থেকে গাইডলাইন (guideline) তৈরিতে পথপ্রদর্শকের ভূমিকা নিয়েছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO)। সেই হু-এর বিরুদ্ধেই রাষ্ট্রপতি হিসাবে শপথের পরে তোপ ট্রাম্পের। আমেরিকার বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, চিনের (China) ইউহান থেকে শুরু হওয়া করোনা-কে প্রতিহত করতে এই সংস্থার অদক্ষতা, এছাড়াও অন্যান্য স্বাস্থ্যক্ষেত্রের প্রয়োজনীয়তার সময় এই সংস্থার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থতাকে লক্ষ্য রেখেই সংস্থার উপর থেকে সমর্থন তুলে নেয় আমেরিকা।

আমেরিকার (USA) বিজ্ঞপ্তিতে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, হু (WHO) নিজের স্বাতন্ত্র দেখাতে ব্যর্থ। এক সদস্য দেশের অনুপযুক্ত রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে চলে। সেই যুক্তিতেই হু-কে (WHO) আমেরিকার বিপুল অর্থ সাহায্যকে অতিরিক্ত অর্থব্যয় বলে দাবি করেছেন।

আমেরিকার (USA) এই অবস্থানের পরে বিশ্বস্বাস্থ্য সংস্থার (WHO) পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সংস্থার সৃষ্টির সময় থেকে আমেরিকার সংযোগের উদাহরণ তুলে ধরা হয়। সেই সঙ্গে হু-এর সাফল্যের দিকগুলি তুলে ধরা হয়। আশা প্রকাশ করা হয় হু-এর সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখতে আমেরিকা তাদের সিদ্ধান্ত পুণর্বিবেচনা করবে।