প্রথম ট্রাম্প জমানার থেকে দ্বিতীয় ট্রাম্প (Trump 2.0) জমানা যে আরও আগ্রাসী তাতে কোনও সন্দেহ রইল না। ব্যক্তিপছন্দ ও স্বাচ্ছন্দের উপর শপথের সময়ই তোপ দাগলেন ট্রাম্প (Donald Trump)। সরকারিভাবে নিষিদ্ধ হয়ে গেল তৃতীয় লিঙ্গ (third gender)। সেই সঙ্গে নিষেধাজ্ঞা জারি হল লিঙ্গ পরিবর্তনের উপর।
সোমবার ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শপথ গোটা পৃথিবীর কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমনই আমেরিকাবাসীর অনেক আশা আকাঙ্খাও জড়িয়ে ছিল এই পালাবদলের সঙ্গে। সেখানেই ট্রাম্প ঘোষণা করেন, আজ থেকে আমেরিকাবাসীর জন্য এই নীতিই প্রযোজ্য হবে যে এখানে দুটি লিঙ্ক থাকবে – পুরুষ (male) ও মহিলা (female)।
নির্বাচনের সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন আমেরিকার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবেন। তার মধ্যে সংস্কৃতিতেও পুরোনোকে ফিরিয়ে আনার কাজ করা হবে। সেই লক্ষ্যেই দুই লিঙ্গের মধ্যে পরিবর্তন করা যাবে না বলে জানানো হয় ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে।
–
–
–
–
–
–
–
–





























































































































