ইংরেজবাজারে জেলা প্রশাসনের সঙ্গে সভা করবেন মুখ্যমন্ত্রী

0
2

উত্তরবঙ্গ সফরে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার ইংরেজবাজারে পরিষেবা দেওয়ার সভায় যোগ দেবেন তিনি। প্রশাসনিক স্তরে এই সভা ঘিরে প্রস্তুতি শেষ পর্যায়ে। তৃণমূল জেলা নেতৃত্বের তরফেও জোর প্রস্তুতি চলছে। মালদহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে এই সরকারি অনুষ্ঠান হবে। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। এছাড়া বেশ কিছু গ্রাহকদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রী জেলা সফরে আসছেন, শোনার পরেই ব্যস্ততা বেড়েছে তৃণমূল নেতৃত্বের। প্রচুর সংখ্যায় মানুষ যাতে উপস্থিত থাকেন এদিন, সেজন্য প্রচারও করা হয়েছে জোর কদমে। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে কী বার্তা দেবেন, তারই অপেক্ষায় মালদহ জেলা তৃণমূল নেতৃত্ব।

প্রসঙ্গত, মালদহে তৃণমূল নেতা দুলাল সরকারকে খুব কাছ থেকে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। এবার সেই দুলাল সরকার ওরফে বাবলা সরকারের বাড়িতে সোমবার যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি মৃত দুলাল সরকারের স্ত্রীর সঙ্গে কথা বলেন। এই খুনের ঘটনায় কঠোরতম পদক্ষেপ নেওয়ার জন্য আগেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মালদহ সফরের পর মুখ্যমন্ত্রী যাবেন আলিপুরদুয়ার।