আগামিকাল থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজ। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে বসতে চলেছে প্রথম ম্যাচ। আর এই ম্যাচের আগে হালকা মেজাজে দেখা গেল টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবকে। অর্শদীপ সিং-এর সঙ্গে বললেন বাংলায় কথা।শুধু তাই নয় মিষ্টি দইয়ের প্রেমে কথা শোনা গেল SKY-এর মুখে। যেই মুহুর্ত ভাগ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিসিসিআই যেই ভিডিও পোস্ট করেছে , সেখানে দেখা যাচ্ছে, অনুশীলনের মাঝে সূর্যকুমার হঠাৎ হিন্দির সঙ্গে বাংলা বাক্য মিশিয়ে কথা বলছেন অর্শদীপের সঙ্গে। সূর্যকে বলতে শোনা যায়, ‘‘যেমন এই পাজিকে দেখে মনে পড়ে যায়।’’ এর পর বাংলায় বলেন, ‘‘পাজি ভাল? ভাল পাজি?’’ জবাবে অর্শদীপ বাংলায় উত্তর দেন। তিনি বলেন, ‘‘ভাল আছি।’’ জোরে বোলারকে বেশ ভাল বাংলা বলতে শুনে সূর্যকুমার বলেন, ‘‘এখানে থেকে পাজিও শিখে গিয়েছে।’’ এর সূর্যের মুখে শোনা যায় মিষ্টি দইয়ের কথা। এখনও যে কলকাতায় এলে মিষ্টি দই খান। সেকথা জানান সূর্য। এরপর ইডেন গার্ডেন্সে নিজের খেলার কথাও ভাগ করে নেন সূর্য। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নেয় বিসিসিআই।
View this post on Instagram
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন সূর্য। টি-২০ বিশ্বকাপের পর অবসর নেয় নেই বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা। বর্ডার-গাভাস্কর ট্রফির পর বিশ্রাম দেওয়া হয়েছে ঋষভ পন্থ, শুভমন গিল, যশস্বী জসওয়াল, মহম্মদ সিরাজদের মতো ক্রিকেটারদেরও। চোটের জন্য দলে নেই যশপ্রীত বুমরাহ। তবে এক বছরেরও বেশি পরে চোট সারিয়ে দলে ফিরেছেন মহম্মদ শামি। ঘরের মাঠে নিজের সেরা পারফরম্যান্স দিতে তৈরী ভারতের তারকা বোলার ।
আরও পড়ুন- বাবা দিনমজুর, অভাবকে সঙ্গে নিয়েই খো খো বিশ্বকাপে দাপট বাংলার সুমনের
–
–
–
–
–
–
–