সঞ্জয় রাইয়ের মৃত্যুদণ্ড চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল রাজ্য সরকার।হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের। ডিভিশন বেঞ্চে আবেদন করলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।
সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক্স হ্যান্ডলে এই বিষয়ে লিখেছেন। সোমবার আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদহ নিম্ন আদালত। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন , সঞ্জয়ের যাতে ফাঁসি হয় তার জন্য আবেদন জানাবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আরও জানান, কেন এটি বেনজির ঘটনা নয়, তা শুনে তিনি স্তম্ভিত। এরপরই আজ শিয়ালদা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করল রাজ্য সরকার।
–
–
–
–
–
–
–
–
–