হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ, তবে নিজের বাড়িতে এখনই নয়

0
2

লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan)। সোমবারই চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন শারীরিক পরিস্থিতি বিচার করে অভিনেতাকে মঙ্গলবার ছুটি দেওয়া হতে পারে। অবশেষে আজ সকালে হাসপাতালে জান শর্মিলা ঠাকুর। দুপুরে করিনা কাপুর, সারা আলি খান, সঞ্জয় দত্তরা হাসপাতালে যান। তবে বাড়ি ফিরলেও ‘সৎগুরু শরণ’ আবাসনে এখনই নয়, বরং সেখান থেকে খানিক দূরে আর এক আবাসনে থাকবেন তিনি। আপাতত কড়া পর্যবেক্ষণে রাখা হবে সুপারস্টারকে।

১৬ জানুয়ারি নিজের বাড়িতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন শর্মিলা-পুত্র। প্রায় আড়াই ঘণ্টা অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা জানান, বিপন্মুক্ত সইফ। হাতে, ঘাড়ে, পিঠে প্রায় ছ’টি জখমের মধ্যে দু’টি গুরুতর ছিল বলেও জানা যায়। মেরুদণ্ডের কাছে লাগা আঘাত মারাত্মক হতে পারত। তবে আপাতত ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অভিনেতা। আগামী দু’তিন দিন বেড রেস্টে থাকতে হবে অভিনেতাকে। এক সপ্তাহ কোনও ভাবেই বাড়ির বাইরে যেতে পারবেন না তিনি।