বাথরুমে যাওয়ার নাম করে কালনা হাসপাতাল থেকে পালালো বন্দি!

0
1

বর্ধমানের কালনা মহকুমা হাসপাতাল থেকে উধাও বন্দি। মঙ্গলবার দুপুরে বাথরুমে যাওয়ার নাম করে পুলিশের চোখে ধুলো দিয়ে উধাও বাইক চুরির ঘটনায় বন্দি আসামি সুজয় মল্লিক (Sujay Mallik)। জানা গেছে তিনি তালবোনা এলাকার বাসিন্দা। মোটরসাইকেল চুরি করার অপরাধে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের নজরদারি এবং সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও আসামির পালিয়ে যাবার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সুজয়ের খোঁজ চালাচ্ছে কালনা থানার পুলিশ (Kalna police station)।