আর জি কর হাসপাতালে (R G Kar Madical College And Hospital) কর্মরত তরুণী চিকিৎসক-চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনে শিয়ালদহ আদালতে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রাই। সোমবারই তার আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত (Sealdah Court)। কিন্তু CBI-এর তদন্তে সন্তুষ্ট নন মৃতার বাবা-মা। আরও তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তাঁরা। বুধবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে সেই মামলার শুনানি।
দোষীর সর্বোচ্চ সাজার দাবিতে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার। এই আবহে আর জি করের নির্যাতিতার বাবা- মা সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের করে আরও তদন্ত দাবি করেছেন। সিভিক ভলান্টিয়ার সঞ্জয় একা এই ঘটনায় যুক্ত নন। আরও কেউ কেউ এই নৃশংস ঘটনার নেপথ্যে আছেন। এই অভিযোগ নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আর জি করের মৃতার বাবা-মা।
অভয়ার বাবার আশা, সুপ্রিম কোর্টই তাঁদের সঠিক রাস্তা দেখাবে। নতুন করে তদন্ত চাওয়া হয়নি। আরও তদন্ত চাওয়া হয়েছে, দাবি করেছেন তিনি । পর্দার পিছনে যাঁরা লুকিয়ে আছেন, তাঁদের খুঁজে বার করা হোক- সেই জন্যই শীর্ষ আদালতে মামলা, দাবি করেছেন নির্যাতিতার বাবা। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানির কথা।
আরও পড়ুন- বাঘাযতীনের পর কামারহাটি! হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল
_
_
_
_
_
_
_
_