সীমান্ত রক্ষার দায়িত্ব যে BSF-এর ওপারের সঙ্গে গোলমাল হলে তারা সামলাবে। স্থানীয়রা জড়াবেন না। মালদহের ইংরেজবাজারের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে পরামর্শ রাজ্যের প্রশাসনিক প্রধানের। মঙ্গলবার, একই সঙ্গে অনুপ্রবেশ নিয়ে কড়া নজরদারির বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী বিজিবি-র সঙ্গে সমানে ঝামেলা হচ্ছে BSF-এর। তাতে অনেক সময় জড়িয়ে পড়ছেন সীমান্ত সংলগ্ন এলাকার ভারতীয়রা। এবার তাঁদের বিশেষ পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। মালদহে তিনি বলেন, “ওপার বাংলায় একটু সমস্যা হচ্ছে। কিন্তু বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ-এর। যদি এখানে কোনও অন্যায় হয় আমরা দেখে নেব। কিন্তু বিএসএফ-এর সঙ্গে ওদের বচসা হলে আপনারা সেখানে যাবেন না। পুলিশকে বলব, মাইকে ঘোষণা করে ভারতের লোকজনদের সেখান থেকে সরে আসতে বলবেন। বাদবাকি প্রশাসন দেখে নেবে।”
এর পাশাপাশি অনুপ্রবেশ নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমি বিশ্বাস করি, একদিন হয়ত আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে। কিন্তু লক্ষ্য রাখবেন, কোনও সমাজবিরোধী বা জঙ্গি যাতে কারও বাড়ি বা হোটেল ভাড়া নিয়ে বাসা না বাঁধতে পারে। কোনও সমাজবিরোধী যেন এখানে ঘুঘুর বাসা বানাতে না পারে। তাহলে তা দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, রাজ্যের ক্ষতি। শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়।”
আগেও BSF নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন সীমান্ত রক্ষার দায়িত্ব যাদের, তাঁরাই অনুপ্রবেশ করাচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “বিহার, ঝাড়খড, বাংলাদেশের বর্ডার এই মালদহ। ফলে প্রশাসনকে সতর্ক থাকতে হবে অনেক বেশি। কেউ কোনও গুন্ডামি যেন না করতে পারে।”
–
–
–
–
–
–
–





























































































































