কনভয় নিয়ে ছুটছে মুখ্যমন্ত্রীর গাড়ি। রাস্তার দু’ধারে উৎসাহী মানুষের ভিড়। কখনও হাত নেড়ে, কখনও নমস্কার জানিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন তাঁরা। মুখ্যমন্ত্রীও নমস্কার করছেন। গাড়ি থামল এক ছোট্ট খুদের আবদারে। মুখ্যমন্ত্রীও নির্দেশ দিলেন গাড়ি থামাতে। ছোট্ট শিশুকে দেখে গাড়ির জানালা খুলে দিলেন মুখ্যমন্ত্রী। ছোট্ট দু’টো মুখ্যমন্ত্রীকে তাঁর ছবি দিলেন। আবদার আপনার একটি অটোগ্রাফ।
বিভিন্ন সফরেই দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী ছোট্ট শিশুদের কোলে নিয়ে স্নেহে ভরিয়ে দিচ্ছেন। অর্পনও পেল মুখ্যমন্ত্রীর স্নেহ। সেই সঙ্গে তাকে গুরুদ্বারের প্রসাদ রসগোল্লা দেন। মুখ্যমন্ত্রীর অটোগ্রাফ ও রসগোল্লা পেয়ে উচ্ছ্বসিত খুদে ছাত্র অর্পণ জসওয়াল। সে জানায় মুখ্যমন্ত্রী কোন ক্লাসে সে পড়ে, কোন বিষয় ভালো লাগে সেসব খোঁজ নিয়েছেন। আর মুখ্যমন্ত্রীর স্নেহ পেয়ে এবং কথা বলে আপ্লুত ছোট্ট অর্পন।
আরও পড়ুন- শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সফল ট্রায়াল রান! কবে থেকে চলবে মেট্রো?
_
_
_
_
_
_
_
_
_