বাঘাযতীনের পর কামারহাটি! হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল

0
2

বাঘাযতীনের ছায়া এবার কামারহাটিতে! হেলে পড়া নির্মীয়মাণ বহুতল পুরসভাকে না জানিয়েই সোজা করার চেষ্টা চলছিল কামারহাটির ৭ নম্বর ওয়ার্ডের ধোবিয়াবাগান এলাকায়। কিন্তু বহুতলটি আরও কিছুটা হেলে যায়। পুরকর্মীরা গিয়ে কাজ বন্ধ করে দেন। অভিযোগ, পুকুর ভরাট করে বছরখানেক ধরে ওই বহুতল তৈরি হচ্ছিল। প্রোমোটার বিক্কুকে বারবার বলেও লাভ হয়নি। মঙ্গলবার কাউন্সিলর বাড়িটি পরিদর্শন করে কাজ বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেন। পাঁচতলার এই নির্মীয়মাণ বিল্ডিংটির ঠিক পাশেই রয়েছে একটি সরকারি স্কুল। পঞ্চম থেকে অষ্টম পর্যন্ত সেই স্কুলের পড়ুয়া সংখ্যা কমবেশি দেড়শো জন। স্বাভাবিকভাবেই বিল্ডিং হেলে পড়ার খবরে আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের শিক্ষক থেকে অভিভাবক সকলে।চারপাশে কোনও বাড়তি ছাড় না দিয়েই অবৈধভাবে বিল্ডিংটি তৈরি হচ্ছিল।

আরও পড়ুন- শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সফল ট্রায়াল রান! কবে থেকে চলবে মেট্রো?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_