জানুয়ারির শেষে ‘হীরক রাজার দেশে’ বেড়াতে যাওয়ার সুযোগ। চাইলে উড়ে যাওয়া যাবে হ্যারি পটারের জাদু স্কুলেও। শুরু হতে চলেছে একাদশতম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব (11th Kolkata International Children’s Film Festival)। এবছরের থিম ‘ ফ্যান্টাসি’। উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আয়োজনে শিশু কিশোর অ্যাকাডেমি (পশ্চিমবঙ্গ সরকার)। আগামী ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত নন্দন, রবীন্দ্রসদন, শিশিরমঞ্চ, রাধা স্টুডিও, রবীন্দ্র ওকাকুরা ভবন, রবীন্দ্র তীর্থ ও একতারা মুক্তমঞ্চে চলবে এই উৎসব। সিনেমা দেখার পাশাপাশি ক্যুইজ কম্পিটিশন, প্রদর্শনীও আয়োজিত হচ্ছে। এদিন নন্দনে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen), শিশু কিশোর অ্যাকাডেমির সভাপতি অর্পিতা ঘোষ, বিভাগীয় প্রধান শান্তনু বসু। এবছর ৩০টি দেশ থেকে মোট ১১৬টি সিনেমা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। তথ্য সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে শিশুমনের ভালো লাগার কথা মাথায় রেখে তাদের জন্য এই উৎসব শুরু করেন। ২০১১ থেকে ২০২৫- করোনার দুবছর বাদ দিলে এই নিয়ে এগারো বছর ধরে এই শিশু সিনে উৎসব চলছে। এবছর শহরের আট প্রেক্ষাগৃহে বিনামূল্যে ছোটদের সিনেমা দেখা যাবে। এখনও পর্যন্ত প্রায় ১২০০ শিশুর রেজিস্ট্রেশন হয়ে গেছে। বুধবার (২২ জানুয়ারি) এই উৎসবের উদ্বোধন হতে চলেছে। এদিন সব মিডিয়া হাউসকেই তিনি অনুরোধ করেন কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব সম্পর্কিত সব আপডেট সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য।
ইন্দ্রনীল বলেন, বিরোধীরা মনে করেন এইসব উৎসব নাকি ভোটের জন্য। কিন্তু আসল কথা হল বাঙালি উৎসব পছন্দ করেন। যদি ইভিএমই মূল লক্ষ্য হত তাহলে শিশু কিশোর উৎসব আয়োজিত হত না কারণ এই উৎসব যাঁদের জন্য তাঁদের বয়স আঠারো বছরের নীচে। রাজ্য সরকার রাজ্যের মানুষের পাশে সবসময় থাকেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনও রং না দেখে সকলকে পরিষেবা দেয়। সেভাবেই উৎসব হয় সবার জন্য। KICFF বিগত বছরের মতো এবারেও বিপুল সাড়া পাবে বলে আশাবাদী তিনি। শিশুমনের কল্পনার জগতে মিশে সকলকে এই সিনে উৎসবে সামিল হওয়ার অনুরোধ করে মন্ত্রী বলেন, বাংলার মানুষ আগামী পাঁচশ বছর ধরে গাইবে ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা’। তাই শিশুসুলভ মনকে বাঁচিয়ে রাখতে, নির্মল আনন্দ পেতে এই উৎসবে সকলের অংশগ্রহণ অবশ্যই কাঙ্খিত। ২২ জানুয়ারি নন্দন-১ প্রেক্ষাগৃহে বাঁশি ও তবলার যুগলবন্দি শেষে ELHAM সিনেমা দিয়ে এবছরের KICFF শুরু হতে চলেছে। দেখানো হবে দুর্গেশগড়ের গুপ্তধন, স্পাইডার ম্যান, মিশর রহস্য, নাইস ভিউ, রিও-সহ একাধিক সিনেমা বাংলা- ইংরেজি সিনেমা।
–
–
–
–
–
–
–
–
–
–