বিরল থেকে বিরলতম ঘটনার সংজ্ঞা কী? আর জি কর-মামলার সাজা ঘোষণার পরে প্রশ্ন নির্ভয়ার বাবার

0
2

আরজি করের তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনায় সাজা ঘোষণার সময় শিয়ালদহ আদালতের বিচারক জানান, এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়! সেই কারনেই অভিযুক্তের ফাঁসির সাজা দেওয়া হল না। আর এর পরেই প্রশ্ন তুললেন আর এক কন্যাহারা বাবা। তাঁর প্রশ্ন, তাহলে বিরল থেকে বিরলতম ঘটনার সংজ্ঞাটা ঠিক কী? ঠিক কী ঘটলে বলা হয় বিরলতম? এই প্রশ্ন তুলে সরব হলেন তুললেন নির্ভয়ার বাবা।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের পরে নৃশংস অত্যাচার করা হয়েছিল যে নির্ভয়ার উপরে। ৬ দুষ্কৃতীর লালসা ও নৃশংসতার শিকার হয়ে ২৯ ডিসেম্বর প্রাণ হারিয়েছিলেন ওই তরুণী। ওই ঘটনায় ফাঁসির সাজা হয়েছিল ৪ দুষ্কৃতীর। সেই নির্ভয়ার বাবা মনে করছেন সঞ্জয়েরও ফাঁসির সাজা হওয়া উচিত ছিল। যা ঘটল তা দেশের পক্ষে আদৌ ভাল নয়। সমাজের পক্ষে-তো নয়ই। নির্ভয়ার বাবা মনে করেন, বিচারকের উচিত বিরল থেকে বিরলতম ঘটনার প্রকৃত সংজ্ঞা নির্ধারণ করে সুনির্দিষ্ট গাইড লাইন লেখা।

আরও পড়ুন- দিল্লি ভোটের আগে ফের ব্যাকফুটে বিজেপি! লখিমপুর খেরির ঘটনার রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_