আর জি কর-কাণ্ড Rarest of Rare case, সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাই কোর্টে যাচ্ছে রাজ্য: মুখ্যমন্ত্রী

0
1

আর জি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ-খুনের মামলার রায় দেখে আমি মর্মাহত। এটি সত্যিই বিরলের মধ্যে বিরলতম ঘটনা। সঞ্জয় রাইয়ের ফাঁসির দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার। সোমবার সন্ধেয় এক্স হ্যান্ডেল জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ((Mamata Banerjee)।

 

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ- খুনে দোষী সঞ্জয় রাইয়ের আমৃত্যু কারাবাসের সাজায় সন্তুষ্ট নন। সাজা ঘোষণার পরেই স্পষ্ট জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন সাজা ঘোষণার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয় মুখ্যমন্ত্রী বলেন, “ফাঁসির দাবি আমাদের সবার ছিল। আমাদের হাতে তদন্ত থাকলে আমরা অনেক দিন আগেই ফাঁসি করিয়ে আনতাম।“ তাঁর কথায়, “এটা একটা গুরুত্বপূর্ণ মামলা। ফাঁসির দাবি আমাদের সবার ছিল। আমাদের হাতে তো তদন্ত ছিল না। আমাদের হাতে তদন্ত থাকলে আমরা অনেক দিন আগেই ফাঁসি করিয়ে আনতাম।“

এর পরে নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন,
“আর জি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ-খুনের মামলায় আজ আদালতের রায় দেখে আমি সত্যিই মর্মাহত। এটি Rarest of Rare case নয়! আমি নিশ্চিত যে এটি সত্যিই Rarest of Rare case যা মৃত্যুদণ্ডের দাবি করে। কীভাবে এই সিদ্ধান্তে হতে পারে যে এটি একটি বিরলতম ঘটনা নয়?!“

এর পরেই ফের আর জি কর-কাণ্ডে ফাঁসির সাজার দাবি করে মুখ্যমন্ত্রী লেখেন, “আমরা এই জঘন্যতম ও অতি সংবেদনশীল ঘটনায় মৃত্যুদণ্ড চাই এবং সেই বিষয়ে জোর দিচ্ছি।“

রাজ্যের উদাহরণ টেনে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, “সম্প্রতি, গত ৩/৪ মাসে আমরা এই ধরনের অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে সক্ষম হয়েছি। তাহলে এই মামলায় কেন মৃত্যুদণ্ড দেওয়া হল না?“ প্রশ্ন তোলেন মমতা।

এর পরেই সঞ্জয়ের ফাঁসির দাবিতে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। লেখেন, “আমি দৃঢ়ভাবে মনে করি যে এটি একটি জঘন্য অপরাধ যার জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। আমরা হাই কোর্টে আসামির মৃত্যুদণ্ডের আবেদন করব।“

আরও পড়ুন- বাসন্তীতে নিখোঁজ ছাত্রীর নগ্নদেহ উদ্ধার, ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

_

 

_

 

_

 

_

 

_