আর জি কর কাণ্ডে গোটা রাজ্য অপেক্ষা করেছিল অপরাধী সঞ্জয় রাইয়ের ফাঁসির সাজা (capital punishment) শোনার। সোমবার শিয়ালদহ কোর্টে (Sealdah Court) সেই সাজা ঘোষণা না হওয়ায় মৃতার পরিবার থেকে সাধারণ মানুষ অনেকটাই হতাশ। যেখানে কলকাতার পুলিশ মূল অপরাধীকে ধরে সিবিআই-এর হাতে তুলে দিয়েছিল, সেখানে কেন তারা আদালত থেকে ফাঁসির সাজা বের করে আনতে পারলেন না, সেই ব্যাখ্যা দাবি রাজ্যে শাসকদলের। তবে আইন মেনে অপরাধের শাস্তি ফাঁসি বা আমৃত্যু কারাদণ্ড (life imprisonment) – তা একান্তই বিচারকের সিদ্ধান্ত এমনটাও জানালেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
সম্প্রতি রাজ্যে একের পর এক চারটি ঘটনায় রাজ্য পুলিশ দ্রুত অপরাধীদের গ্রেফতার করেছে। একই রকম খুন ধর্ষণের ঘটনাতে আদালতের কাছে যে তথ্য প্রমাণ পেশ করেছে রাজ্যের পুলিশ (West Bengal Police), তাতে আদালত চারটি ঘটনাতেই ফাঁসির সাজা শুনিয়েছে। অথচ গোটা দেশে আলোড়ন তোলা আর জি কর মামলায় সিবিআই (CBI) তদন্তভার নেওয়ার পরে সোমবার তার সাজা ঘোষণায় প্রত্যাশা পূরণ না করে মিলল আমৃত্যু কারাবাসের (life imprisonment) সাজা। এর পরেই সিবিআই (CBI) তদন্তের উপর ক্ষোভ প্রকাশ রাজ্যে শাসকদলের। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, গত কয়েকদিনে রাজ্য পুলিশ যে তদন্ত করেছে একই ধরনের ধর্ষণ খুনের মত পৈশাচিক ঘটনায় – দ্রুত বিচারের পর আদালত ফাঁসির সাজা (capital punishment) দিয়েছে সেখানে। সিবিআই (CBI) তদন্তে বিচার প্রক্রিয়ার পরে ফাঁসির সাজা হল না কেন, সিবিআই-কে তার জবাব দিতে হবে।
বারবার কলকাতা পুলিশের (Kolkata Police) দিকে আঙুল তোলার পাল্টা জবাব দিয়েছেন কুণাল। তাঁর দাবি, কলকাতা পুলিশ অপরাধীকে ধরে দিয়েছে। রাজ্য পুলিশ যেখানে তদন্তের পর বিচার প্রক্রিয়ায় গিয়েছে সেখানে ফাঁসির সাজা হয়েছে। একইভাবে কলকাতা পুলিশের (Kolkata Police) ঘাড়ে এক্ষেত্রে দোষ চাপাতে পারবেন না। আদালত তথ্যপ্রমাণ (evidence) নিয়ে কোন প্রশ্নই তোলেনি। কেন সিবিআই (CBI) ফাঁসির সাজা করিয়া আনতে পারল না, সিবিআইকেই তার ব্যাখ্যা দিতে হবে। কলকাতা পুলিশের হাতে তদন্ত থাকলে এতদিনে ফাঁসির সাজা ঘোষণা করিয়া আনতো, দাবি কুণালের।
এযাবৎকালের সবথেকে স্পর্শকাতর মামলায় (sensitive case) সাজা ঘোষণার পরে শহরের বিভিন্ন এলাকায় হঠাৎই সজাগ হয়েছে বিরোধীরা। ফাঁসির সাজা (capital punishment) না হওয়ায় কলকাতা পুলিশের ঘাড়ে দোষ চাপানোর হাস্যকর প্রয়াস চালানো হয়েছে। তবে যেখানে কলকাতা পুলিশের ধরে দেওয়া অপরাধীকেই আদালত দোষী সাব্যস্ত করেছে সেখানে বিরোধীদের নাটক করা মানায় না, দাবি তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।
–
–
–
–
–
–
–