আর জি কর-এ তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের নারকীয়-মর্মান্তিক ঘটনায় দোষীর ৭ দিনের মধ্যে এনকাউন্টার বা ফাঁসি দেওয়ার আইন আনা হোক। ঘটনার পরেই দাবিতে সরব হন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার, দোষী সঞ্জয় রাইয়ের আমৃত্যু সাজা ঘোষণার পরেই ঘনিষ্ঠমহলে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। বলেন, “সঞ্জয় রাইয়ের (Sanjay Rai) মতো ধর্ষকদের জেলে রেখে করদাতাদের টাকা অপচয়ের কোনও অর্থ নেই।”
গত বছর অগাস্ট মাসে ঘটনার পরেই অভিষেক (Sanjay Rai) বলেন, “এমন মানুষের বেঁচে থাকার কী অধিকার? এখন মামলা রুজু হয়েছে, কেস চলবে। কিন্তু উচিত এমন অপরাধ রুখতে আইন সংশোধন করা। স্পিডি ট্রায়াল করে যত দ্রুত সম্ভব দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই।“ সমাজে ধর্ষকদের কোনও জায়গা নেই- বলে মন্তব্য করেন অভিষেক। তাঁর কথায়, করদাতাদের টাকা নষ্ট করে কাউকে জেলে রাখার কোনও অর্থহীন। সঞ্জয়ের মতে অপরাধীদের জন্য মৃত্যুদণ্ডই একমাত্র পথ।
এদিন অভিষেক বলেন, সাম্প্রতিক অতীতে, আমরা এমন ঘটনা দেখেছি যেখানে কলকাতা পুলিশ (Kolkata Police) বা রাজ্য পুলিশ প্রশংসনীয় কাজ করেছে। ১ বা ২ মাসের মধ্যে এমন ভাবে তথ্যপ্রমাণ সংগ্রহ করছে, যাতে অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া যায়। কিন্তু আর জি করে বিষয়টি একেবারে উল্টো হয়েছে।
–
–
–
–
–
–
–
–