‘কেকেআর ধরে রাখার তেমন চেষ্টাই করেননি’, বিস্ফোরক শ্রেয়স

0
3

২০২৫ মেগা নিলামের আগে শ্রেয়স আইয়রকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। নিলামে পাঞ্জাব কিংস কেনে শ্রেয়স আইয়রকে। পাঞ্জাবকে নেতৃত্ব দেবেন তিনি। আর এরই ফাঁকে নিজের পুরোন দল কেকেআর নিয়ে মুখ খুললেন নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক। জানালেন, তাঁকে ধরে রাখার তেমন চেষ্টাই করেননি কেকেআর কর্তৃপক্ষ।

এই নিয়ে এক সাক্ষাৎকারে শ্রেয়স আইয়র বলেন, “ কেকেআর না রাখায় খুব হতাশ হয়েছিলাম। আমার সঙ্গে সেভাবে যোগাযোগই করা হয়নি। কী হচ্ছে বুঝতে পারছিলাম না। রিটেনশনের এক সপ্তাহ আগে যোগাযোগ করা হয়। বুঝতে পারছিলাম কিছু একটা সমস্যা রয়েছে। তখন আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হত। মনে হয়েছিল, কপালে যা আছে তাই হবে ।“

এরপর শ্রেয়স জানান, কেকেআর কর্তৃপক্ষ পরের বছরের দল নিয়ে কোনও আলোচনাই করেননি তাঁর সঙ্গে? শ্রেয়স বলেন, ‘‘চ্যাম্পিয়ন হওয়ার পর কিছু আলোচনা হয়েছিল ঠিকই। কিন্তু পরের কয়েক মাস আর কোনও কথা হয়নি। কাদের ধরে রাখা হবে, তা নিয়ে কোনও আলোচনা হয়নি। দলের তরফে তেমন কোনও উদ্যোগ দেখিনি। সব মিলিয়ে বেশ বিভ্রান্ত হয়ে পড়েছিলাম।“ এরপর তিনি আরও বলেন, “ যোগাযোগের অভাবে অন্য রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন উভয়পক্ষ যৌথ ভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। বলা যায়, একটা দীর্ঘ অচলাবস্থার সংক্ষিপ্ত সমাপ্তি।“

আরও পড়ুন- প্রয়াত মোহনবাগানের প্রাক্তন ফুটবলার ঋষি কাপুর