প্রেমিককে বিষ খাইয়ে খুন: কেরালায় প্রেমিকাকে ফাঁসির সাজা

0
2

বিয়ে ঠিক হয়েছিল সেনা আধিকারিকের (Army officer) সঙ্গে। কিন্তু প্রেমিক সম্পর্ক শেষ করতে রাজি ছিল না। তাই আয়ুর্বদিক বিষ দিয়ে প্রেমিককে হত্যা করেছিল প্রেমিককে। সেই অপরাধে প্রেমিকাকে ফাঁসির সাজা দিল কেরালার (Kerala) নিম্ন আদালত। কেরালার ত্রিবান্দ্রমের (Tribandrum) ঘটনায় দুবছর পরে সাজা ঘোষণায় খুশি মৃত তরুণের পরিবার।

কেরালার শ্রিনিলায়মের বাসিন্দা গ্রিসমার (Greeshma) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সারণ রাজের (Sharon Raj)। ২০২২ সালে গ্রিসমার সঙ্গে বিয়ে ঠিক হয় এক সেনা আধিকারিকের। তখন সারণের সঙ্গে সম্পর্ক ছেদ করার দাবি জানায় সে। কিন্তু সারণ রাজি ছিল না। এরপর ১৪ অক্টোবর নিজের বাড়িতে সারণকে ডাকে গ্রিসমা। সেখানে আয়ুর্বেদিক কাশায়ম (Kashayam) দিয়ে একটি তরল কাপিক (kapiq) খেতে দেয় সে সারণকে। এর ১১ দিন পরে মাল্টিপল অর্গান ফেইলিওর (multi organ failure) হয়ে মৃত্যু হয় সারণের।

সুস্থ সবল ছেলের মাত্র ১১ দিনে শেষ হয়ে যাওয়ায় সন্দেহ হয় পরিবারের। গ্রিসমার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এই মামলায় পারিপার্শ্বিক, ডিজিটাল ও বৈজ্ঞানিক তথ্য প্রমাণ পেশ করা হয়। মামলায় গত সপ্তাহে গ্রিসমা ও তার কাকাকে দোষী সাব্যস্ত করে কেরালার নেয়াট্টিনকারা অতিরিক্ত জেলা দায়রা আদালত।

অবশেষে সোমবার এই মামলায় ২৪ বছরের গ্রিসমাকে ফাঁসির সাজা (capital punishment) শোনানো হয়। তার কাকা নির্মলকুমারন নায়ারকে তিন বছরের কারাদণ্ড শোনানো হয়। তবে প্রমাণের অভাবে মুক্তি দেওয়া হয় গ্রিসমার মাকে।