যুদ্ধবিরতি: দুই আঙুল হারিয়ে মুক্ত এমিলি সহ ৩ ইজরেলীয়, ঘরে ফিরলেন ৯০ প্যালেস্তিনীয়

0
3

এক ঘন্টায় হাত বদল। ঘরে ফিরলেন পণবন্দি (hostage) ৩ ইজরেলীয় নাগরিক। তারই এক ঘন্টার মধ্যে ফিরিয়ে দেওয়া হল বন্দি ৯০ প্যালেস্তনীয়কেও। রেডক্রসের (Red Cross) মধ্যস্থতায় হল হাত বদল। আগামি এক সপ্তাহে মুক্ত হবেন আরো ৪ ইজরেলীয়, দাবি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। ইতিমধ্যে প্যালেস্তাইনে ব্যাপক স্বাস্থ্য সহযোগিতার প্রয়োজন, দাবি হু-এর (WHO)। সেখানে রবিবারই পৌঁছেছে বিশ্বস্বাস্থ্য সংস্থার ৬৩০ ট্রাক চিকিৎসা সাহায্য।

যুদ্ধ বিরতি প্রক্রিয়া শুরু হওয়ার পরেই পণবন্দির পরিবারে খুশি ও উত্তেজনা। তেত্রিশ পণবন্দির (33 hostages) মধ্যে মুক্ত হলেন তিনজন – এমিলি ডামারি, রোমি গোনেন ও ডরন স্টেইনব্রেচার নামে তিন মহিলা। তাদের মুক্ত হওয়ার পরেই তাদের নিয়ে যাওয়া হয় টেল আভিভের (Tel Aviv) হাসপাতালে। আপাতত কয়েকদিন সেখানেই তাঁরা স্বাস্থ্য পরীক্ষার জন্য থাকবেন। এমিলির হাতে ব্যান্ডেজ প্রমাণ করে দিল তার দুটি আঙুল হামাসের (Hamas) অত্যাচারে হারানোর নৃশংস সময়।

অন্যদিকে প্রতিশ্রুতি মতো মুক্ত করা হল ৯০ প্যালেস্তিনীয়কেও। এর মধ্যে গুরুত্বপূর্ণ প্যালেস্তিনীয় (Palestinian) রাজনীতিবিদ খালিদা জারার।

একদিকে দেশের মাটিতে ফেরার পর এমিলি দামারির পরিবার সকলকে ধন্যবাদ জানাচ্ছেন। ৪৭১ দিন হামাসের হাতে পণবন্দি (hostage) ছিলেন মুক্ত হওয়া তিন ইজরেলীয়। অনেকটা একই রকম প্রতিক্রিয়া মুক্ত হওয়া প্যালেস্তিনীয় রাজনীতিক খালিদার। তিনি জানান এই অপেক্ষা অত্যন্ত কঠিন ছিল।

যুদ্ধবিরতির (ceasefire) শর্ত অনুযায়ী আপাতত প্রতি সাত দিনে এভাবেই বন্দিদের আদান প্রদান চলবে। গোটা প্রক্রিয়ায় নজর রাখবে রাষ্ট্রসঙ্ঘ। আপাতত ছয় সপ্তাহের যুদ্ধবিরতিতেই পশ্চিম এশিয়ায় শান্তি ফিরবে, আশায় গোটা বিশ্ব।