দুয়ারে সরকারে পরিষেবা পাওয়ার জন্য কাউকে এক পয়সাও দেবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদের প্রশাসনিক জনসভা থেকে সাবধান করে দিলেন সাধারণ মানুষকে। তিনি সাফ জানিয়ে দেন কেউ যদি টাকা চায়, থানায় গিয়ে অভিযোগ জানাবেন। থানা অভিযোগ নিতে না চাইলে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে অভিযোগ করবেন।
রাজ্যে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার। ২৪ জানুয়ারি থেকে ১ ফ্রেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকারের শিবির হবে রাজ্যের ব্লকে ব্লকে। সেই শিবিরে মানুষের ন্যায্য অধিকার যা থাকবে, তা ২৮ ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে। মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউট ময়দানে সোমবার প্রশাসনিক জনসভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের জন্য দিলেন সুখবর। সেই সুখবরের পাশাপাশি সাধারণ মানুষকে সতর্কও করে দেন। সতর্ক করেন দলের নেতা-কর্মীদেরও।
সাধারণ মানুষের পরিষেবা ও ন্যায্য অধিকার দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দুয়ারে সরকারে ৩৭টি প্রকল্পের সুবিধা মিলবে। যারা এখনও সুযোগ পাননি তাদের অনুরোধ করব, আপনারা ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন জমা দিন। ২৮ ফেব্রুয়ারির মধ্যে যেগুলো ন্যায্য প্রমাণিত হবে, তা তাদের দিয়ে দেওয়া হবে। ন্যায্য অধিকার থেকে কাউকে বঞ্চিত করা হবে না।
–
–
–
–
–
–
–
–