এবার আশাকর্মীদের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদেরও ফোন দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, মুর্শিদাবাদের (Murshibad) লালবাগের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই আশার মেয়েদের ফোন কেনা হচ্ছে। টেন্ডার হয়ে গিয়েছে। এবার ICDS -এর কর্মীদেরও ফোন দেওয়া হবে।
রাজ্যের সরকারি স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের জন্য ১০ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার। এদিন, লালবাগের সভা থেকে মুখ্যমন্ত্রী অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। করোনার সময় কেউ বাইরে বের হত না, এই আইসিডিএস কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে সবাইকে পরিষেবা দিত। আশাকর্মীদের ফোন দেওয়ার কাজ শেষ হয়ে গেলেই ICDS -এর কর্মীদের ফোন দেওয়ার কাজ শুরু করার জন্য এদিন মুখ্যসচিব মনোজ পন্থকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বলেন, আগে ICDS কর্মীদের জন্য কেন্দ্র ৯০ শতাংশ টাকা দিলেও, এখন মাত্র ৪০ শতাংশ টাকা দেয়। আইসিডিএস কর্মীদের বাকি টাকা রাজ্য দিচ্ছে। এক্ষেত্রেও রাজ্যকে বঞ্চনা করছে কেন্দ্র।
–
–
–
–
–
–
–
–





























































































































