জেলে ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়! ভর্তি করানো হল এসএসকেএমে

0
2

প্রেসিডেন্সি জেলে ফের অসুস্থ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়। নিয়ে যাওয়া হল এসএসকেএমে। জানা গিয়েছে, শ্বাসকষ্ট-সহ একাধিক সমস্যা রয়েছে তাঁর। সেখানেই প্রথমে তাঁকে নেবুলাইজার দেওয়া হয়। পরে তাঁকে ভর্তি করে নেওয়া হয় ইমার্জেন্সি ওয়ার্ডের ৪০ নম্বর বেডে।

প্রসঙ্গত, আদালতে বার বার নিজের অসুস্থতার কথা জানিয়েছেন পার্থ। এমনকি জামিনের আবেদনের সময়ও তাঁর শারীরিক অবস্থার কথা জানানো হয়। তাঁর ‘রুটিন চেকআপ’ও করা হয় প্রতি মাসে। উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় । বৃহস্পতিবার রাতে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে এসএসকেএমে খবর পাঠানো হয়। দ্রুত সেখানকার চিকিৎসকদের জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছিল। কয়েকদিনের মধ্যেই ফের অসুস্থ পার্থ। প্রসঙ্গত, এদিনই ইডির মামলায় জামিন পেয়েছেন তিনি।

আরও পড়ুন- জেলে ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়! ভর্তি করানো হল এসএসকেএমে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_