পুলিশি তলব আটকাতে হাইকোর্টের দ্বারস্থ আসফাকুল্লা

0
3

আরজি কর-আন্দোলন যুক্ত ছিলেন জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়া। তার পুলিশি তলব আটকাতে মামলা দায়ের হল হাইকোর্টে । মামলাকারীর দাবি, ডাক্তারিতে নিজেকে উচ্চ শিক্ষিত দাবি করে প্র্যাকটিস করছেন এই দাবি ভিত্তিহীন। বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকী, প্রায় ৩০ জন পুলিশ আসফাকুল্লার বাড়িতে তল্লাশি করে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। যদিও মামলার শুনানির সময় নির্দিষ্ট করা হয়নি।

প্রসঙ্গত, গত বুধবার আসফাকুল্লাকে শোকজ করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হয়েও ইএনটি সার্জনের পরিচয় দিয়ে চিকিৎসা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আসফাকুল্লাকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে তার কাকদ্বীপের বাড়িতে হানা দেয় বিধাননগরের পুলিশ। সোমবার আসফাকুল্লাকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ডেকে পাঠানো হয়।

আসফাকুল্লার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের রামতনু নগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সেখানে বিধাননগর পুলিশের একটি দল যায়। বেশ কিছু নথি সংগ্রহ করে নিয়ে যায় তারা। আসফাকুল্লার পরিবারের অভিযোগ, কোনও রকম নোটিশ না-দিয়েই এসেছিল পুলিশ। কেন তারা এসেছিল, সে বিষয়েও তাদের কিছু জানানো হয়নি। পরে বিষয়টি নিয়ে আসফাকুল্লা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তায় বলেছিলেন, যে হেতু আরজি কর আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছিলাম, তাই পুলিশ- প্রশাসন আমাকে ভয় দেখাচ্ছে।