মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি গ্যাস স্টেশনে সন্দেহভাজন আততায়ীর গুলিতে হায়দরাবাদের ২৬ বছর বয়সি এক ব্যক্তি খুন হয়েছেন। জানা গিয়েছে, রবি তেজা নামে ওই ব্যক্তি হায়দরাবাদের আরকে পুরম গ্রিন হিলস কলোনির বাসিন্দা। তিনি ২০২২ সালের মার্চ মাসে মাস্টার্স ডিগ্রির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যান।তিনি লেখাপড়া শেষ করার পরে শহরে চাকরি খুঁজছিলেন বলে জানা গিয়েছে। হামলার আসল উদ্দেশ্য খুঁজছে পুলিশ।অপরাধীদের চিহ্নিত করতে স্থানীয় পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে। তিনি ভারতে বিবিএ শেষ করেছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এমবিএ করছিলেন।
উল্লেখ্য, গত কয়েক মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত শিক্ষার্থী হত্যার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।পরিবারের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, তেজা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গোলাগুলির পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পরিবারের কাছে পৌঁছায়নি।তেজার বাবা কৈদা চন্দ্র মৌলি সাংবাদিকদের বলেন, ‘আমরা সকালে খবর পেয়েছি যে বাড়ি ফেরার পথে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।
–
–
–
–
–
–
–
–
–