পরপর দু’দিন। ফের বান্দোয়ান থানার জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল বাঘের ছবি। শনিবার রাইকা পাহাড়ের একটি ট্র্যাপ ক্যামেরায় তার ছবি পেয়েছিল বন দফতর। রবিবার বাঘের ছবি মিলল যমুনাগোড়া গ্রামের কাছে জঙ্গলে পাতা ট্র্যাপ ক্যামেরায়। তবে এখনও পর্যন্ত বন দফতরের পাতা ফাঁদে সে পা দেয়নি। তবে বনাধিকারিকদের আশা, শিগগিরই খাঁচাবন্দি করা যাবে এই বাঘটিকে।
প্রসঙ্গত, ঝাড়খণ্ড থেকে আসা বাঘটি যে বান্দোয়ানের রাইকা পাহাড় এলাকাতেই আছে, আগেই সে-বিষয়ে নিশ্চিত হয় বন দফতর। মঙ্গলবার থেকে তার পায়ের ছাপ মিলেছিল। কিন্তু অরণ্যে একাধিক ট্র্যাপ ক্যামেরা পাতা হলেও পাওয়া যাচ্ছিল না বাঘের ছবি। শনি ও রবিবার পরপর দু’দিন সেই ছবি পাওয়ার পর বন দফতর নিশ্চিত, এই এলাকাতেই ঘাঁটি গেড়েছে পূর্ণবয়স্ক বাঘটি। মুখ্য বনপাল (দক্ষিণ-পশ্চিম চক্র) এস কুলন্দাইভেল জানিয়েছেন, বাঘের এলাকা চিহ্নিত করে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। গ্রামবাসীদের আপাতত জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে। বাঘটি এবার খাঁচাবন্দি হবেই।
আরও পড়ুন- বিয়ে করলেন অলিম্পিক্সে সোনার পদকজয়ী নীরজ চোপড়া, পাত্রী কে ?
_
_
_
_
_
_
_
_
_