হাসনাবাদের কিশোর ক্রিকেটারের রহস্যমৃত্যু কলকাতায়। মৃতের নাম দেব ঘোষ (Dev Ghosh)। তিনি হাসনাবাদের নপাড়া এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। টালিগঞ্জ এলাকায় ক্রিকেট খেলতে আসার জন্য শনিবার ভোর সাড়ে পাঁচটায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। সাড়ে সাতটা নাগাদ সায়েন্স সিটিতে বাস থেকে নামার পর নিখোঁজ হয়ে যান। পরিবারের তরফে মিসিং ডায়েরি করা হয়। এরপর রবিবার সকালে মিনাখাঁ হাসপাতালে তাঁর সন্ধান মিলে। হাসপাতাল সূত্রে খবর শরীরে বিষক্রিয়ার কারণে ওই কিশোরের স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এরপর রবিবার সকালে এগারোটা নাগাদ এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) তাঁর মৃত্যু হয়। কিশোরের রহস্য মৃত্যু ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তেজনা হাসপাতালে চত্বরেও।
কী কারণে কিশোর ক্রিকেটারের মৃত্যু হল বা তাঁর খাবারে বিষক্রিয়া হলো কী ভাবে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। শনিবার সকালে সায়েন্স সিটিতে বাস থেকে নামার পর দেবকে ৩-৪জন মিলে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তাঁরা কারা? কোন উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল? অভিযুক্তরাই কি ওই কিশোরের খাবারে কিছু মিশিয়ে দিয়েছিলেন? তাঁকে হাসপাতালেই বা ভর্তি করলেন কারা? এইসব প্রশ্নের উত্তর খুজছে পুলিশ। ইতিমধ্যেই ভবানীপুর থানায় মৃতের পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–