দোষী সাব্যস্ত হতেই জেলে ফিরে চুপ সঞ্জয়!

0
1

আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রাই। তারপর থেকে তাকে রাখা হয়েছে প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশের তিন নম্বর সেলে। পেশায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় এখন সারা দেশের সামনে একজন নৃশংস ধর্ষক ও খুনি। শনিবারই শিয়ালদহ আদালত ঘটনার ৫ মাস পর তাকে দোষী সাব্যস্ত করেছে।

জেল সূত্রে জানা গিয়েছে, শনিবার কারারক্ষীরা বারংবার কথা বলার চেষ্টা করলেও কোনও কথা বলেননি সঞ্জয়। শনিবার রাতে ঠিক করে খাবার এবং জল খাননি সঞ্জয়।

চিকিৎসকদের তরফে ওষুধ দেওয়া হলেও তা ছুঁয়ে দেখেননি সঞ্জয়। ক্লোজ সার্কিট ক্যামেরায় নজরদারি ছাড়াও দু’জন করে তিন শিফটে কারারক্ষী থাকছেন। কোর্ট থেকে ফিরে চুপচাপ রয়েছে ধর্ষক ও খুনি সঞ্জয় রাই।