একেই বোধহয় বলে দুয়ারে বাঘ (Tiger)। শনিবার রাতে গৃহস্থের বাড়ির উঠোনে যেভাবে দক্ষিণরায়ের পায়ের ছাপ ও নখের আঁচড় মিলেছে তাতে রীতিমতো ত্রস্ত কুলতলির মৈপীঠ কোস্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের মধ্য গুড়গুড়িয়ায় জন্মেজয় গিরির পরিবার। আতঙ্ক বাড়ছে এলাকায়। এদিন সকাল থেকেই বাঘ ধরতে তৎপর বনদফতর (Forest Department)। জন্মেজয়ের পুত্রবধূ দেবীকা গিরি জানান, রাত ৮:২০ মিনিট নাগাদ তাঁরা আচমকাই পাশের ঘর থেকে বাসনপত্র পড়ে যাওয়ার আওয়াজে ছুটে গিয়ে দেখেন বাঘ পালিয়ে যাচ্ছে। চোখের সামনে এই দৃশ্য দেখে খুব স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছে পরিবার। স্থানীয়রা বলছেন এই নিয়ে কুলতলি সংলগ্ন এলাকায় ১৭ বার বাঘের আগমন হল।
সম্প্রতি মৈপীঠ চত্বরে একের পর এক বাঘের আগমন ঘটছে। গত রবিবারও একটি বাঘকে খাঁচাবন্দি করা হয়েছিল। তারপরেও আতঙ্ক কাটেনি এবং বাঘের হানাও থামেনি। বনদফতরের তরফে জানানো হয়েছে বাঘের খোঁজ চালানো হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান জয়দেব প্রধান ওরফে বাবলু জানান, রাত থেকেই বন দফতর ও কুইক রেসপন্স টিমের সদস্যরা এলাকায় টহল দিচ্ছে।
–
–
–
–
–
–
–
–
–